facebook status bangla | ফেসবুক কষ্টের স্ট্যাটস | ইমোশনাল ফেসবুক স্ট্যাটাস ছবি
ফেসবুক কষ্টের স্ট্যাটস: তোমায় ছাড়া যদি আমায় কাটাতে হয় বাকিটা জীবন,, আমিও কি আর থাকবো এই দুনিয়াতে তখন তা তুমি জানো কি!!!
****
ছিল রাশি রাশি মিথ্যা ভালোবাসা।
তাই তো জানি তোমার
জন্য চোখের জলে বাসায়
এত ভালবাসি তোরে বাসলে না কেন বল.....?
*****
সুখের আকাশটা আজ রাতের
মত কালো। সাজানো
স্বপ্নগুলো হয়ে গেছে এলোমেলো..?
*****
কষ্টের স্ট্যাটাস গরীব নিয়ে উক্তি
গেছো তাতে কি হয়েছে?
তোমার দেওয়া কষ্টগুলো এখনো আমার ঘুমের রাতের সঙ্গী।
*****
ভালোবাসি বলে দু চোখের জলে হারানো
তোমাকে খুঁজি কষ্টের মিছিলে
,, তুমি চলে গেছো অনেক দূরে এ মনের সীমানা ছেড়ে।
*****
ঘুম থেকে উঠে প্রিয় মানুষগুলোর কাছ
থেকে শুভ সকাল পাওয়ার মজাটাই আলাদা---!
তো আমার মত হতভাগার জীবন সেটা হলো না?
*****
দুঃখ আমার সবসময়ের চিরসাথী,
কান্না আমার গানের মত ব্যথা
আমার মুখের সব সময়ের হাসি,
কষ্ট আমার প্রাণ পাখি। মন যদি
নৌকা হয় মাঝি হবে কে...?
সবাই যদি পর ভাবে তাহলে
আমার আপন হবে কে...?
*****
ভালোবাসা বদলায় না, বদলে যায়
মানুষগুলো। অনুভূতিরা
হারায় না,,
হারিয়ে যায় সময় গুলো।
*****
ভুল তোমারও ছিল, সেটা তুমি বোঝনি।
রাখ আমারও ছিল,
সেটা আমি দেখাইনি।
ভুলেও আমিও যেতে পারতাম,
, কিন্তু চেষ্টা করিনি। কারণ আমি তো ভোলার জন্য তোমায় ভালবাসিনি।
*****
অতিথি পাখি হয়ে কারো জীবনে
যেওনা, হয়তো তুমি তাকে
কিছুদিন কিছু সময় হাসাবে,
কিন্তু তুমি যখন চলে যাবে
তোমার আপন ঠিকানায়
সে সারা জীবন
কাঁদবে শুধু তোমার দেওয়া সে বেদনায়.....!!!??
*****
পৃথিবীতে প্রত্যেকটা
মানুষের হৃদয়ে
ব্যথা আছে ব্যথা ছাড়া কেউ নেই....!!
*****
কখনো চেনা ফিরে হারিয়ে ফেলি
নিজেকে, কখনো
বেরঙিন ব্যথা কাঁদে বুকে,
, এলোমেলো ঝরে মন
ভেঙ্গে পড়ে
হারিয়ে ফেলি আমার
নিজের পরিচয়.....???
*****
আচারটা সুখের স্মৃতি একটি
কষ্টকে মুছে ফেলতে
পারে না....!
*****
কিন্তু একটি কষ্ট হাজারটা সুখের
স্মৃতিকে মুছে ফেলতে
পারে এটাই জীবনের
সবচেয়ে নিষ্ঠুর
একটি সত্য
যা আপনি মানুন আর না মানুন----?
*****

facebook status bangla attitude | facebook status bangla love | facebook status bangla sad
আমি রাগ করি না কখনো,
কারণ আমি জানি
আমার এই রাগের
কারো কাছে এখন আর কোন মূল্য নেই.....!!!
*****
আমি কবেই ছিড়ে ফেলেছি
ডাইরির পাতা,,
এসেছিল তোমার
আবার হাজারো স্বপ্নের কথা,,,
শুধু শিখতে পারেনি
আমার মনের পাতা কে,
যেখানে জমেআছে তোমার
দেওয়া অনেক ব্যথা...!
*****
এগিয়ে গিয়েও পিছিয়ে আসি,
বের হতে চাই না একা,,
এই পথে নাম পাবেন নিচের
দাম তুমি একবার দিলে আমায় দেখা----;!!
*****
কাউকে ছেড়ে থাকা
খুব কষ্টের
হিন্দু তার চেয়েও
বেশি কষ্টের হলো আসবে
না যেন তার জন্য অপেক্ষা করা----?
*****
কাউকে দুঃখ দিলে তোমার
কেউ দুঃখ
পেতে হবে
, সেটা আজ সব অথবা কাল তুমি অবশ্যই দুঃখ পাবেই পাবে....!
*****
সত্যি বলাও আমানত রক্ষা করার
গুণী ব্যক্তি সর্বোত্তম
গুণ, অপরাধীকে
মিথ্যা বলা ও খেয়ানত করা ধোকাবাজ ব্যক্তির সর্বোচ্চ বদ গুণ বলে অভিহিত করা হয়...??
***
তুমি বেঁচে থাকো তোমার সকল
ভাল লাগার কারণ সমূহ নিয়ে....
আমি না হয় বেঁচে থাকব আমার সকল অতীতকে আকড়ে ধরে থেকে---!!!
*****
তোমায় ছাড়া যদি আমায় কাটাতে
হয় বাকিটা জীবন,,
আমিও কি আর থাকবো এই দুনিয়াতে তখন তা তুমি জানো কি!!!
*****
তুমি আমার দুঃখ দিলে কষ্ট দিলে
তোমার মন তো দিলেনা,
ভালোবাসার নামে আমার
সাথে করলে তুমি ছলনা--কত
ভালবাসি তোমায় আমি
সে কথা তো তুমি কখনো বুঝলে না...!
আমার মনের মানুষ বন্ধু তুমি কেন হলে না...।
ফেসবুক স্ট্যাটাস ছবি | ফেসবুক কষ্টের স্ট্যাটাস ছবি | ইমোশনাল ফেসবুক স্ট্যাটাস ছবি | ফেসবুক স্ট্যাটাস ছবি ডাউনলোড
- কথা দিলাম আমি আসবো তোমার কল্পনায় কোন একদিন, কোন একদিন বিকেলে আসবো তোমার ভাব নাই। কথা দিলাম তবে হয়তো সেদিন আমায় তুমি আর পাবে নাকো খুঁজে.... আমি হারিয়ে যাব অজানার দেশে আমি হারিয়ে যাব অজানার দেশে!!!
- বুঝিনি কই এতোটুকু তোমাকে হারিয়েছিলাম কল্পনার ঘরে, কতটা পথ ঘুরে এসেছি আমি তুমি বন্ধু আমার ছিলে না কোপাশে....।


- বুঝতে দাওনি কেন আমাকে সাজিয়েছো যা তোমার হৃদয়ে, ছায়া হয়েছিল আমার পাশে, বলো কি করে চলে গেলে আমাকে একা রেখে.....!!
- মেঘ কেউ যদি ভালবাসতাম হয়তো এত জল উপহার পেতাম না, যত জল পেয়েছি তোমাকে ভালোবেসে তুমি কি তা জানো,, বুঝতে পারিনি এত বেশি মেঘ ছিল তোমার আর তোমার ওই নীল আকাশে। সত্যি বড্ড বেশি বোকা ছিলাম আর তখন আমি আর আজও বোকা হয়েই রয়ে গেছি.....?


- কল্পনা কারো সাথে বেইমানি করে না কখনো, এবারই তো করে সেই কল্পনা দেখানো মানুষগুলোই.....!
- বেজা বেজার নয়ন আমি কোথায় শুকাবো ভালবাসি তোমাকে কি করে আমি তা কিভাবে লুকাবো....!


- সময় জুড়ে শুধু শূন্যতা নিরবে ছুঁয়ে থাকে, ভুলেই আমি ভাবিনি হারাবো কখনো তোমায় এভাবে। কষ্ট শুধু পেয়ে গেলাম তোমায় আমি হারিয়ে....!!
- জানিনা আমি কিভাবে পাব এই তোমার দেখা,, জানিনা আমি কিভাবে তোমাকে আমারই কাছে পাবো...? জানিনা কতটা আমার আপন ভাবো তুমি, শুধু জানি এই অবুঝ মনটা অনেক মিস করে ওই তোমার তোমাকেই....!


- আমি সব সময় কষ্ট পেতে ভালবাসি, তাইতো বারে বারে তোমার কাছে ছুটে আসি। তুমি চাইলে দেবো আমি ওই এতই সাগর পাড়ি!!
- হৃদয়ে জায়গা দেওয়া মানুষগুলোই এক সময় হৃদয় আঘাত করে চলে যায়...! এটাই বুঝি সত্যিকারে বাস্তবতা যা আমি এখনো বুঝতে পারিনি...।


- তুমি বেঁচে থেকো তোমার সকল ভালোলাগার কারণগুলি নিয়ে। আমি না হয় বেঁচে থাকব তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে একাকীতে------?
- তোমার মন খারাপের রাত্রিতে যখন একলা আকাশ দেখো, খুব কাছেই আছি আমি ইচ্ছা হলে আমাকেও সাথে দেখো---?



- মি তোমায় নিরাময় দিলাম আর তুমি আমার রোগ হয়েছ আমি তোমায় হৃদয় দিয়ে বাঁচিয়েছিলাম তুমি আমায় হৃদয় দিয়ে প্রতারণা করে চলে গেছো।
- তোমার টাউনের কথা কেউ মায়া জমায় কি? আমি এখনো ভাবে সেই তোমাকে ফেরানো যাবে কি এখন আর আমারি কাছে..?



- সুখী তো তারাই হয়ে যারা অন্যের হৃদয় কষ্ট দিয়ে ভালো থাকতে জানে।
- আমি থাকবো না হয়ত চলে যাব ঐ দূর ঠিকানায় তুমি ডাকলেও আমি আর আসব না তখন আমার ঠিকানা হবে ছোট্ট একটা ঘর ঘুমিয়ে থাকবো এখানে রবে ওই একা নিরালায়.....