ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা, বার্তা, উইশ, স্ট্যাটাস,

ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা: বসন্তের আগমনে প্রকৃতি যেমন শীতের রিক্ততা ভুলে যায়,তেমনি,,তোমায় পেয়ে ভুলেছি আমি আমার দুঃখ ময় অতীত,,প্রিয় জন্মদিন হয়ে উঠুক রঙিন আমার জীবনের আলোর ঝর্ণা ধারায় ন্যায়।

ভালোবাসার মানুষকে জন্মদিনের উইশ 

১. আজ আমার প্রিয়োর জন্মদিন,আর সে হচ্ছে তুমি। আমার জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর করে তুলেছো তুমি। তোমার আগমনে ধণ্য আমি।  শুভ জন্মদিন, ভালোবাসার প্রিয় মানুষ। 

২. আমার মনের ও প্রিয়তমা,,গ্রহন করো মোর শুভেচ্ছা। শুভ জন্মদিন, শুভেচ্ছা ও ভালোবাসা অভিরাম। 

৩.আজকের এই দিনে ধরণী নতুন রুপে সেজেছে, পাখিরা  নতুন সুরে গান ধরেছে, ফুলেরা আনন্দময়ী লাবন্যে ভালোবাসার সৌরভ ছড়াচ্ছে।কারণ- আজ আমার প্রিয় মানুষের শুভ জন্মদিন। 

৪.প্রিয়, জন্মদিনের শুভেচ্ছা তোমার তরে। আজকের এই নতুন দিনে কথা দাও প্রিয়,ভালোবেসে থাকবে পাশে সাড়া জীবন। চলার পথে আমার সাথী হয়ে ভালোবাসার ভরিয়ে দিবে আমার এই জীবন । 

৪. ওগো প্রিয়,সূর্যের মতো উদয় হয়ে করে তুলেছো আমার জীবন আনন্দময়। স্বপ্ন গুলোকে নতুন সৌরভে করেছো রঙিন।  আজ আমার সেই প্রিয়োর শুভ জন্মদিন। 

৫. প্রথম তোমায় দেখেছি ফুলের দোকানে।  আমি ক্যামেলিয়া ফুল নিতে চেয়েছি,আর তুমি ভেবেছো ডেকেছি তোমায়। সেদিন থেকে ভালোবাসি আমার ফুলের নামে অভিহিত ক্যামেলিয়া তোমায়। তাই বলি গ্রহন করো প্রিয় আমার ভালোবাসা ক্যামেলিয়ার সৌরভে,, তোমার এই শুভ জন্মদিনে। 

৬.সময় ঠিক যেন প্রবাহমান নদীর ন্যায়, তেমনি সময়ের ধারাবাহিকতায় নিরন্তর আমাদের এই পথ চলা।  শুভ হোক নতুন পথ চলা,,ভবিষ্যতের জন্য শুভ কামনা, শুভেচ্ছা, শুভ জন্মদিন। 

৭.গায়ক,,নীলাঞ্জনাকে গানের সুরে মাতিয়ে আজও  ভালো থাকেন,আর কবি তার প্রিয়কে ভেবে নতুন কবিতা লিখেন,,আমি তোমায় ভেবে আমাদের নতুন পথ চলার অভিপ্রয়াসে মুগ্ধতা খুঁজি। 

৮. আজ পৃথিবীর এক নতুন দিন,, আজ এক বিশেষ দিন। আজ আমার ভালোবাসার মানুষের শুভ জন্মদিন। 

৯. ভালোবাসা ফুড়ায় না,প্রেম কভু হারায় না,, অনুভবে থাকে যার যার,,,,,,, আমার সেই অনুভব তুমি,, তোমায় ঘিরে আমার সব ভালোবাসা। সুন্দর হোক জীবনের নতুন পথচলা। 

১০. প্রিয়,, জন্মদিনে কি দিবো বলো তুমায় উপহার,,,আমি নিজেই যে শুধু তোমার,,,,,

ইসলামিক স্ট্যাটাস কথা দোয়া নতুন বছর নিয়ে

ভালোবাসার মানুষকে জন্মদিনের উইশ

ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা 

 ১. আকাশের তারারা ঝিলমিলে আলো দিচ্ছে, পূর্ণিমায় বাঁকা চাদ যেন শুভেচ্ছা ছড়িয়ে হাসছে,,,আমার প্রিয় তমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে।শুভ জন্মদিন। 

২.সাগরের উত্তাল ঢেউ মাতালো শুভ সময়ের আগমনে,, সে ও জানাই প্রিয়,তোমাকেই জন্মদিনের শুভেচ্ছা কথা। 

৩.নদী যায় সাগরের টানে,চাঁদ ও যায় বৃষ্টির আগমনে,, শুধু জানাতে তোমায়,,ভালোবাসি প্রিয়,,আজ তোমার এই শুভ ক্ষণে, আমার সবটুকু ভালোবাসা তোমার তরে,,,

৪. আমি তোমার মেহেদী রাঙানো হাতের স্পর্শে, চায়ের কাপে চুমু দিয়ে,বলছি তোমায় ভালোবেসে, শুভ জন্মদিন, শুভ কামনা। 

৫.শুভ জন্মদিন, ভালোবাসার প্রিয় মানুষ। তোমার হাত ধরে সারাটি জীবন হাটবো,,পুরো শহর কে জানিয়ে বলবো তোমায়,ভালোবাসি,,,

৬.বসন্তের আগমনে প্রকৃতি যেমন শীতের রিক্ততা ভুলে যায়,তেমনি,,তোমায় পেয়ে ভুলেছি আমি আমার দুঃখ ময় অতীত,,প্রিয় জন্মদিন হয়ে উঠুক রঙিন আমার জীবনের আলোর ঝর্ণা ধারায় ন্যায়। 

৭.তোমাকে ভালোবাসার অনুভূতি, সবকিছুর উর্ধ্বে,যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়,তোমার জন্মদিনে , আমার ভালোবাসা,,❤️

৮.প্রতি বছরের  মতো আজকের দিনটি হয়ে উঠুক সুন্দর, শুভিত,আমার ভালোবাসায় মাতিত,শুভ জন্মদিন ভালোবাসায় মোড়ানো প্রিয়,, সব ভালোবাসার সৌরভ তোমার তরে। 

৯.ভালোবাসার সুখের নীরে,ভালো থাকার অভিনন্দন। শুভ দিনে সুন্দর ভবিষ্যতের শুভেচ্ছা। পূর্ণ হোক নতুন দিন,শুভ জন্মদিন। 

১০.সবাই তোমাকে আজকের এই দিনে বলবে, হয়তো -ভালো থেকো,,,,আমি বলবো, আমিই তোমায় ভালো রাখবো। শুভ জন্মদিন, প্রিয়,,তোমাক ভালোবেসে অনেক ভালো রাখবো। 

উক্তি কবিতা ছন্দ sms স্বার্থপর বন্ধু নিয়ে 

১১.শুভ জন্মদিনের শুভেচ্ছা রইলো। হাজার ফুলের রঙে রাঙিয়ে শুভিত হোক নতুন দিন,

সুন্দর হোক আগামী দিনের পথচলা। 

১২. শুভ শুভ শুভ জন্মদিন। শুভ হোক নতুন দিন, আনন্দে মাতো সারাদিন। 

১৩. তোমার চোখের চাহনিতে মুগ্ধ আমি,,তাই চেয়ে চেয়ে তোমায় দেখি,,রুপকথার রাজ্যে সুখের নীরে,, রাখবো তোমায় পরম আদরে,, শুভ জন্মদিন,, শুভেচ্ছা ও  প্রনয় ভালোবাসা। 

১৪. জন্মদিন ফিরে আসে প্রতি বছর,,তুমি এসেছো, একরার ই আমার জীবনে। সার্থক হলোআমার এ ভূবন,শুভ জন্মদিন।

ভালোবাসার মানুষকে জন্মদিনের মেসেজ 

১.তোমার কথাই ভাবছি সারাদিন, তোমাকে জানাই শুভ জন্মদিন। দিনটি কাটুক সারাদিন, সুন্দর ও শুভ দিন। শুভ জন্মদিন। 

২.নতুন ভোরের নতুন আশা, শুভ হোক ভালোবাসা। সুন্দর হোক শুভ দিন,,এই ভাবনাই সারাদিন। 

৩. আজকে আমার জীবনের সেরা দিন। আজ আমার প্রিয় মানুষের জন্মদিন। 

৪. হাজার তারার ভিরে,,খুঁজি তোমার নীরে,,আমার প্রিয় শুভ্রময়ীতাকে,শুভ শুভ শুভ জন্মদিন। শুভকামনা অভিরাম। 

৫.মুগ্ধ আমি তোমার আবেগ মাখা ঐ মলিন হাসিতে,,তাই তাকিয়ে থাকি শুধু তোমাতেই,,ভালোবাসায় জুড়ানো, নতুন আশা,, গ্রহন করো মোর শুভেচ্ছা। 

৬. তোমার নতুন দিন,শুভ দিন,জন্মদিন,,শুভ ও সুন্দর হোক,আনন্দে মাতানো নতুন সৌরভে শুভিত হোক,এই আশা নিয়ে,জানাই তেমার জন্মদিনে,হাজারো ভালোবাসা। 

৭. আজকের দিনটি আমার জীবনের সেরা দিন, আজকের দিনটির জন্য পেয়েছি তোমায়,ভালোবাসার সেরা হিসেবে,, শুভ জন্মদিন। 

৮. তোমার সহজ সাচ্ছন্দ্যে মাতানো আচরণে মুগ্ধ আমি,,হারিয়েছি আমি তোমার এ রঙিন আলোতে,শুভিত হয়েছে নতুন আশা, স্বপ্ন দিয়ে তৈরি আমাদের এই ভালোবাসা। 

৯.নির্মল ভালোবাসায় এভাবেই খুশি রেখো আমার প্রতিটি দিন।শুভ জন্মদিন,, হাতটা ধরে আগলে রাখো সারাদিন। 

১০.বসন্ত সেজেছে নতুন রুপে বাহারি ফুলেতে,আমি সেজেছি তোমার এই মুগ্ধতার প্রয়াসে। শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাতে। 

১১.আমার ভালোবাসা মাখানো ক্যামেলিয়ার সৌরভে,,শুভিত হোক নতুন দিন,নতুন আশা, স্বপ্ন দিয়ে তৈরি এ ভালোবাসা। গ্রহণ করো মোর এ শুভেচ্ছা বার্তা। 

১২. বছর পরিবর্তন হোক, তুমি না,জীবন সুন্দর হোক,তোমাকে ছাড়া নয়,নতুন দিন আসুক,জন্মদিনের আরশে। 

১৩.তুমি আমার আকাশে থাকা সেই জোছনা তারা,,আর আমি তাতেই প্রতিনিয়ত হই মাতোয়ারা।  শুভ জন্মদিন, ভালোবাসা। 

১৪.আজকের দিনটি কোনো সাধারণ দিন নয়,কারণ - আজ আমার প্রিয়সীর শুভ জন্মদিন। শুভ হোক নতুন দিন, শুভেচ্ছা জানাই প্রতিদিন।

১৫. আজকের দিনের সব শুভেচ্ছা শুধুই তোমার তরে,নিও মোর শুভেচ্ছা তৈরি নতুন আশা,,এই মোর ভালোবাসা।

ভালোবাসার মানুষকে জন্মদিনের চিঠি 

১. পৃথিবীর সবচেয়ে সুন্দর, শোভিত,রঙিন, উজ্জ্বল ময়,দিন আজ,,,চিঠিতে জানাই এই সুন্দর ও রঙিন দিনের শুভেচ্ছা, শুভ কামনা। 

২.আমার রং হীন জীবনকে হাজারো রঙের সৌরভে রাঙিয়ে করে তুলেছো,, নতুন আঁধারের আলোয় আলোকিত। শুভ কামনা এই নতুন দিনের। 

৩. ওহে প্রিয়,,শুনো ঐ দিগন্তে আজ কোকিলের মিষ্টি সুরে অম্লান,হাজার ফুলে মধু বিলিয়ে প্রজাপ্রতিকে মাতালো এ সন্ধায়,তার ই তরে মিষ্টি সুরে,,নাও এ  জন্মদিনের শুভেচ্ছায়িত চিঠি। 

৪.এলো আবার জোছনামাখা রাত,পার হলো ঘর বর্ষা,, এবার তবে এসো আমার গৃহে,,গ্রহন করো প্রিয়সী মোর ভালোবাসা। শুভেচ্ছা, শুভ জন্মদিন। 

৫. পৃথিবীর উজ্জ্বল আলোকে নিয়ে খুঁজি সকলের তরে,,খুজে পাবো আমি শুধু তোমাকেই। 

৬. যদি তুমি ঝমকালো এই পৃথিবীতে জন্ম না নিয়ে, অন্য গ্রহে জন্ম নিতে,,আমি তোমার খোঁজে সেই গ্রহেতে যেতাম,তোমার প্রতি আমার এই পরম ভালোবাসার শুভেচ্ছায় জানাতাম,ভালোবাসি প্রয়,খুব ভালোবাসি তোমায়। 

জন্মদিনের শুভেচ্ছা বার্তা উইশ স্ট্যাটাস ভালোবাসার মানুষকে

৭. আলোতে, আধারে, ডুবেছি তোমার প্রমেরি মায়াতে,, সেই মায়াতে চাই বলিতে,,শুভ জন্মদিন প্রিয়।গ্রহন করো ভালোবাসার এই চিঠি, তোমার এ শুভ জন্ম তিথি তে,,💐

৮. পাহাড়ের চূড়ায় বসে যে জন্মদিনের কামনা তুমি চেয়েছো,তা এবার পূরণের সময় দ্বার প্রান্তে এসেছে। চলো মাতি হাওয়ায়,জন্মদিনের শুভ কামনায়,,,,, 

১০. আজ আমার চোখের মায়া,কাজল রাঙা চোখ,মায়াভরা মুখ, স্লানময় প্রিয় মানুষের শুভ জন্মদিন। শুভ কামনা, ভালোবাসা অভিরাম। 

১১. তোমার জন্মদিনে আমি তোমায় আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস উপহার দিতে চাই,,,,নাও প্রিয়, আমার এই মলিন হৃদয়,, যা দিয়েছি শুধু তোময়,,❤️❤️❤️❤️

১২.মধুতে মিশে থাকা মিষ্টি তুমি,ফুলেতে ঘেরা সৌরভ তুমি,আমার দেহতে থাকা হৃদয় তুমি,,আমার সবটুকু ভালোবাসা তাই,, শুধু তোমার তরে। 

১৩.আমি তোমাকে পেয়ে ভাগ্যমান নই,,বরং পরম সৌভাগ্যবান। শুভ জন্মদিন প্রিয়। এই দিনে একরাশ গোলাপের শুভ্রতার তোমার তরে,,,,,,,,💐

১৪.নি: সন্দেহে আজ বছরের সেরা দিন, কারণ আজ আমার প্রিয়তমার জন্মদিন,,,,,,, 

 ১৫. সবাই তো মেসেজে শুভেচ্ছা জানায়,আমি না হয় গোলাপের শুভ্রতার সহিত চিঠিতে শুভেচ্ছা জানালাম🥀🥀🌷🌷💌

ভালোবাসার মানুষকে জন্মদিনের স্ট্যাটাস 

১.আমার জীবনের সবচেয়ে বড় অর্জন তুমি,,ধন্য আমি তোমায় পেয়ে,,, ধন্য জীবনের সার্থকতা,,শুভ জন্মদিন, ভালোবাসার প্রিয় মুকুট। 

২.তোমাকে প্রার্থনায় চেয়ে দিন করি শুরু, তোমার হাসিতেই হোক জীবন শুরু,, তোমার জন্মদিনেই হোক আমাদের ভালোবাসার শুরু। 

৩. বন্ধু হয়ে থাকবো পাশে, আগামী দিনের নতুন প্রয়াসে জিতে নিবো ভালোবেসে অফুরন্ত আয়োজনে। শুভ জন্মদিনের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা, তোমার তরে।

৪. বৃষ্টি হয়ে এসো তুমি বাদলা দিনের ঝড়ে,,সেখানেই খুঁজে নিবো তোমায়,,হাজার ফোটার ভীরে,,,শুভ জন্মদিন,, 

৫.মেঘ বলে চৈত্রে যাবো,আমি বলি অরণ্যে যাবো।তুমাকেই পাবো জানি অরণ্যের ছোট কুঠিরে,,,

৬.দিন যাবে ঠিক চলে,ফুল পাখি নদী জ্বলে, দেখা না হলে,,,শেষ চিঠিতে ভালোবাসি প্রিয়,শুভ জন্মদিন,, লিখে উড়িয়ে দেবো, ভেজা বাদলে,,,💌

৭.অতীতের সব দুঃখ ভুলে, মনকে দাও উদাস হাওয়ায় মেলে,নতুন দিন শুরু হোক,নতুন সুরে,,

ভালোবাসায় মাতোয়ারা হোক সুন্দর এই নতুন দিন,,শুভ জন্মদিন। 

৮.অভিমানের মেঘ ভেলায় বাসিয়ে,,, ভালোবাসায় জীবন করে তোলো আনন্দ মায়ায়,হয়ে উঠুক রঙিন দিন,শুভ শুভ শুভ জন্মদিন। 

৯.এক বছর পেরিয়ে আবার এলো সেই দিন,শুভ জন্মদিন।এগিয়ে যাও নতুন উদ্যোমে, স্বপ্ন জয়ের আলিঙ্গনে।

১০. আবার দেখেছো ফুটেছে কৃষ্ণচূড়া,,থরে থরে শহরের বুকে,,তোমাকে জানাতে শুভ দিনের শুভ আশা,নতুন দিনের ভালোবাসা,শুভেচ্ছা। 

১১.আজকের দিন আমার জীবনের উজ্জ্বল দিন নতুন দিন,,,কারণ, গত বছর এ দেখিছি তোমায় প্রথম বার শুভ জন্মদিন, প্রিয়,,শুভেচ্ছা তোমায়,,

১২. তোমায় হাসি আমার জীবনে বয়ে আনে, শুভেচ্ছা রাশি রাশি,,,বলবো তোমায় ভালোবাসি,, শুভ জন্মদিন,, আমার সুদর্শন প্রিয়,,

১৩.ভালোবাসা সুন্দর,, বন্ধুত্ব ময় ভালোবাসা টা আরো বেশি উজ্জ্বল, প্রানোবন্ত,,,তারই তরে বন্ধু নামক ভালোবাসার প্রিয় মানুষকে বলি,,,শুভ জন্মদিন। 

১৪. ফুলের হাসিতে,তোমার প্রাণের খুশিতে,,তোমার ভালোবাসাতে,,,গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্তের তরে,,,,শুভেচ্ছা তোমায়,,,

প্রচন্ড হাসির গল্প চরম শিক্ষনীয় দমফাটা হাসির গল্প

Next Post Previous Post