আকাইদ কাকে বলে | এর পরিচয় দাও

আকাইদ কাকে বলে: ইসলামের বিশ্বাসগত দিকে আকাইদ বলা হয়। 

অর্থাৎ আল্লাহ তায়ালার অস্তিত্বে,,  তিনি ছাড়া আর কোন মাবুদ নেই,, আল্লাহতালা সমগ্র সৃষ্টির মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রব ও উপাসনা করার অর্থাৎ সেজদা করার একমাত্র,, 

সবকিছু বিশ্বাস করা কি আকাইদ বলা হয়। 

আঁকাইদের সকল বিষয়বস্তু অর্থাৎ যাকাত হজ, রোজা, নামায এই সবকিছুর উপর বিশ্বাস স্থাপন করা এবং যথাযথভাবে পালন করা। 

একজন প্রকৃত মুসলমান আকারের উপর সর্বদা বিশ্বাস স্থাপন করেন এবং আল্লাহ তায়ালার নৈকট্য লাভের চেষ্টা করেন। 

 আরো পড়ুন: সালাত শব্দের অর্থ কি | সালাত কাকে বলে ব্যাখা দাও 

আকাইদ কাকে বলে | এর পরিচয় দাও

আকাইদ কয় প্রকার ও কি কি

আকাইদকে কয়েক ভাগে ভাগ করা যায়। 

সে বিবেচনায় আগায় সাধারণত দুই প্রকার। আকাইদের দুইটি দিক রয়েছে। 

  • ১. প্রায়দিক বা আচরণগত দিক
  • ২. বিশ্বাসগত দিক। 

১. প্রায়োগিক বা আচরণগত দিক :

ইসলাম ধর্মকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য যে দিকগুলোর প্রয়োজন হয় সেগুলোকে প্রায়োগ দিক বা আচরণগত দিক বলে আখ্যা দেয়া হয়। 

আকাইদের প্রায়োগিক দিক সময়ের মধ্যে অন্যতম হলো নিয়মিত নামাজ কায়েম করা,  রমজানে রোজা পালন করা,সামর্থ্য  অনুযায়ী যাকাত প্রদান করা ইত্যাদি। 

একজন প্রকৃত মুমিন এর চরিত্রে আকাইদের প্রাইভেট দিক সমূহ বৈশিষ্ট্য প্রকাশ পায়। 

যেখানে আকাই শব্দের অর্থই বিশ্বাস করা সেখানে আল্লাহ তায়ালা সম্পর্কে সবকিছু মনে প্রানে বিশ্বাস করে তা আচরণগত দিক দিয়ে প্রকাশ করায় মুখ্য। 

২. বিশ্বাসগত দিক : 

ইসলাম ধর্মের যে সকল দিক রয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করাকে বিশ্বাসগত দিক বলে বিবেচনা করা হয়।। 

আল্লাহতালা এক ও অদ্বিতীয়,  সমগ্র সৃষ্টিকুল আল্লাহ তায়ালা তৈরি করেছেন,, নবীগনদের আল্লাহ তা'আলা ইসলাম প্রচারের উদ্দেশ্যে প্রেরণ করেছেন। 

ইসলামের সর্ব উত্তম গ্রন্থ আল কুরআন যার মধ্যে রয়েছে ইসলামের সমগ্র জীবন ব্যবস্থা। 

আল্লাহতালা সম্পর্কে এ সকল কিছু বিশ্বাস করাকে তো দিক বলে আখ্যা দেয়া হয়। 

আকাইদ এর পরিচয়

আকাইদের পরিচয় সম্পর্কে জানা সমগ্র মুমিনদের দায়িত্ব ও কর্তব্য। 

আকাইদের পরিচয় প্রথমেই উঠে আসে আকাশ শব্দটির অর্থ মূলক ও জ্ঞান মূলক কথা। 

অর্থাৎ আকাইদ শব্দটির অর্থই সমগ্র আল্লাহ তাআলা ও সৃষ্টি সম্পর্কে মনে প্রানে বিশ্বাস স্থাপন করা অর্থাৎ বিশ্বাস মালা। 

  • আখাইত শব্দটি এসেছে আকিদা শব্দের বহুবচন হিসেবে।। 
  • আকিদা শব্দের অর্থ হলো বিশ্বাস তথাপি আকাইদ শব্দের অর্থ বিশ্বাস মালা। 
  • আকাইদ শব্দটি বহুবচন হিসেবে ব্যবহার করা হয় যার এক বচন হল আকিদা। 
  • সাধারণভাবে বা স্পষ্টভাবে বলতে গেলে আকাইদ  হলো 
  • ইসলামের প্রধান প্রবেশপথ। 

আকাইদের বিশ্বাসগত ও প্রায়োগিক গত দিকগুলোতে  একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার জন্য আকাইদের গুরুত্ব উল্লেখযোগ্য। 

জন্ম মুমিনের  পরিপূর্ণ জীবন জ্ঞান সম্পর্কে লাভ অর্জন করাকে আঁকাইদের প্রধান লক্ষ্য। 

আকাইদের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন নবী-রাসূলগণ বিভিন্ন মতামত পেশ করেছেন। 

আকাইদ হলো এমন একটি বিশ্বাসগত দিক,,যার মাধ্যমে প্রতিটি মুসলমান আঁকা সম্পর্কে জ্ঞান অর্জন করবে এবং আল্লাহতালার প্রতি শ্রদ্ধা প্রচার করবে ও আল্লাহ তালাকে রব বলে মনে  করবে। 

তাছাড়া আল্লাতালাই তো একমাত্র সবকিছুর মালিক। আকাইদের বিশ্বাস করার একমাত্র দিক এটিই। 

 আরো পড়ুন: হাক্কুল ইবাদ অর্থ কি | এর কাজ সমূহ 

Next Post Previous Post