ছাগল মোটাতাজাকরণ পদ্ধতি | ছাগল মোটাতাজা কিভাবে করবেন

পাশাপাশি ছাগলকে মোটাতাজাকরণের ক্ষেত্রে সুস্থ আছে কিনা সে ব্যাপারে সচেতন হওয়ার পাশাপাশি চিকিৎসকের সাহায্যে অসুস্থ থাকলে তাকে সুস্থ করতে হবে। ছাগল মোটাতাজাকরণ পদ্ধতি | ছাগল মোটাতাজা কিভাবে করবেন 

ছাগল মোটাতাজাকরণ পদ্ধতি

ছাগল মোটা তাজা করনের ক্ষেত্রে প্রতিটি ছাগলকে কমপক্ষে দুই থেকে তিন মাস কৃমির ওষুধ হিসেবে অ্যানথেলমিন্টিক্স খাওয়াতে হবে। 

কারন মোটাতাজাকরণের ক্ষেত্রে ছাগলকে প্রথমে কৃমি মুক্ত করতে হবে। 

পাশাপাশি ছাগলকে মোটাতাজাকরণের ক্ষেত্রে সুস্থ আছে কিনা সে ব্যাপারে সচেতন হওয়ার পাশাপাশি চিকিৎসকের সাহায্যে অসুস্থ থাকলে তাকে সুস্থ করতে হবে। 

কৃমিনাশক এবং সুস্থ ছাগল কি মোটাতাজা করনের ক্ষেত্রে বিভিন্ন ঔষধ প্রয়োগ করা যায়। 

মোটাতাজাকরণ করার ক্ষেত্রে বিভিন্ন ওষুধ বা ইনজেকশন ব্যবহার করা যেতে পারে। 

পরবর্তীতে এ ধারা অব্যাহত রাখতে খাবারের মাধ্যমে ভিটামিন প্রয়োগ করতে হবে। 

ছাগল মোটাতাজাকরণ পদ্ধতি | ছাগল মোটাতাজা কিভাবে করবেন

মোটাতাজা করার ক্ষেত্রে ছাগলকে প্রয়োজনীয় খাবার সমূহ যেভাবে দিতে হবে :

  • ছাগলের খাবার:- 
  • ভুট্টা ভাঙা:- ৪৭%,,,,, 
  • সয়াবিন খৈল:- ৩০%,,,, 
  • চিটা গুড়:- ৭%,,,,,,, 
  • গমের ভুষি:- ১০%,,,,, 
  • লবন:- ১%,,,,
  • চুনাপাথর:- ৩%,,,,, 
  • চিলেটেড মিনারেল মিক্স:- ২%,,,,

ছাগলকে ক্রিমি নাশক ওষুধ খাওয়াতে হবে,, লিভার টনিক খাওয়াতে হবে, 

ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি খাওয়াতে হবে প্রচুর পরিমাণে। 

এছাড়াও মোটাতাজাকরণের ক্ষেত্রে ফসফরাস ম্যাগনেসিয়াম ও জিংক সিরাপ ব্যবহার করা হয়। 

ছাগল মোটাতাজাকরণ এর উপকারিতা বা লাভ

সাধারণত যারা ছাগলের খামার দিয়ে থাকে তারা এ ধরনের বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে মোটাতাজাকরণ করার লক্ষ্যে। 

মোটাতাজাকরণ করার ক্ষেত্রে তারা বিক্রি করার ক্ষেত্রে আর্থিকভাবে লাভজনক হয়। 

তাছাড়া একটি রোগা পাতলা দেখতে ছাগলের দামের তুলনায় একটি মোটাতাজাকরণ ছাগলের দাম তুলনামূলকভাবে বেশি থাকে।

 এক্ষেত্রে ব্যবসায় লাভবান হওয়ার উদ্দেশ্যে অসৎভাবে এ পন্থাটির বিভিন্ন খামারিরা করে থাকেন। 

আবার আমরা যারা বিভিন্ন ধরনের ছাগলের মাংস কিনে থাকি এক্ষেত্রে মানুষের অর্থাৎ মাংস ব্যবসায়ীগণ যারা তারা তাদের ব্যবসার উন্নতির জন্য মোটাতাজাকরণকৃত ছাগলসমূহকে ক্রয় করে থাকেন। 

এর ফলে ব্যবসাহীগণেরা লাভবান হলেও সাধারণ জনগণ যারা এ মাংস সমূহ খেয়ে থাকে তাদের দেহে বিভিন্ন ধরনের সমস্যা বা রোগ সৃষ্টি হতে পারে। 

তবে প্রকৃত বক্ষে ব্যবসায় আর্থিক লাভের স্বার্থে বিভিন্ন খামারিরা এবং বিক্রেতাগণ এ পন্থা অবলম্বন করে থাকেন। 

আরো পড়ুন: গরুর রক্তের গ্রুপ কি 

Next Post Previous Post