জাজিরাতুল আরব অর্থ কী? | জাজিরাতুল আরব বলে আখ্যায়িত করা হয়েছে আরব দেশকে কেন

জাজিরাতুল আরব অর্থ কী, জাজিরাতুল আরব কাকে বলে, আরব দেশকে জাজিরাতুল আরব বলার কারণ

জাজিরাতুল আরব অর্থ কী?

জাজিরাতুল শব্দটি হল একটি আরবি শব্দ, এই শব্দটির অর্থ হলো উপদ্বীপ। 

আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয়। 

অর্থাৎ আভিধানিকভাবে জাজিরাতুল আরব শব্দের অর্থ হলো আরব উপদ্বীপ। 

আরব উপদ্বীপ টি চার দিক দিয়ে ভৌগোলিক বেষ্টিত। 

জাজিরাতুল আরব অর্থ কী? | জাজিরাতুল আরব বলে আখ্যায়িত করা হয়েছে আরব দেশকে কেন

জাজিরাতুল আরব কাকে বলে? 

পবিত্র মক্কা অবস্থিত আরব নগরীকে জাজিরাতুল আরব বলা হয়। 

পৃথিবীর অন্যতম ভূমিকা ও উপদ্বীপ হলো আরব দ্বীপ। আরব দীপ্তি এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। 

আরব দেশটির তিন দিকে রয়েছে বিশাল জলরাশির সমাহার। 

তাই জলরাশির সমাহার বেষ্টিত এ নগরী বা জায়গাটিকে বলা হয় জাজিরাতুল আরব। 

আরবি ভাষা অনুযায়ী আরব নগরীকে জাজিরাতুল আরব বলা হয় যার বাংলা অর্থ হলো আরব উপদ্বীপ। 

মুসলিম উম্মার কাছে এটি একটি প্রিয় নগরী। 

অর্থাৎ বিশাল জলরাশির সমাহার এ পরিবেষ্টিত এ নগরীকে জাজিরাতুল আরব বলা হয়। 

আরব দেশকে জাজিরাতুল আরব বলার কারণ

আরব দেশকে জাজিরাতুল আরব বলার পিছনে বিভিন্ন ঐতিহাসিক অর্থগত দিক দিয়ে মতবাদ রয়েছে 

১. অর্থগত  দিক দিয়ে সমস্ত দিকে প্রায় তিন দিকে জলরাশির সমাহার থাকায় এটিকে,, অর্থাৎ আরব নগরীটিকে জাজিরাতুল আরব বলা হয়। 

একে একটি উপদ্বীপ হিসেবে বিবেচনা করা হয়। 

বিশাল জলরাশির অবস্থিত হওয়ায় এটি উপদ্বীপ নামে বিবেচিত। 

২. ঐতিহাসিক আরব নগরকে জাজিরাতুল আরব বলার,,, 

আরবের  পূর্ব দিকে রয়েছে পারস্য,, 

দক্ষিণ  দিকে অবস্থিত রয়েছে আরব মহাসাগর,,, 

নগরীর পশ্চিমে রয়েছে লোহিত সাগর,,, 

তাদের নগরীর উত্তর দিক ছাড়া বাকি তিন দিকে বিভিন্ন জলরাশির সমাহার থাকায় এটির সকলের কাছে জাজিরাতুল আরব বা রুপ উপদ্বীপ  নামে পরিচিত। 

৩. ভন্ডর দিক বিবেচনা করায় তিনটি জন্য রাশির মধ্যে অবস্থিত এ আরব নগরীকে আরব উপদ্বীপ বলে আখ্যা দেয়া হয়। 

৪. জনবসতির দিক দিয়ে আরব নগরী থেকে,, উত্তর  প্রান্ত থেকে সিরিয়ার মরুভূমি থাকার ফলে এ নামকরণটি করা হয়। 

নগরীর সমস্ত মুসলিম উম্মার কাছে একটি জনপ্রিয় জায়গা। এ নগরীর নামকরণের বিভিন্ন মতামত থাকলেও,, 

আরব দেশের জনগোষ্ঠীর রা তাদের নগরীকে জাজিয়াতুল আরব বলে থাকেন। 

ভূরাজনৈতিক গুরুত্ব দিক দিয়ে এবং ভৌগোলিক দিক দিয়ে ও অর্থগত দিক দিয়ে আরব নগরীটি প্রতিটি মুসলমানদের জন্য পার্থনা করার এক অন্যতম জায়গা। 

এ নগরীতে অবস্থিত রয়েছে পবিত্র মক্কা,, 

প্রতিবছর হজ করার জন্য বিভিন্ন দেশ থেকে মুসলিম উম্মারা এই জায়গায় ছুটে আসে। 

অবস্থার এই দিক বিবেচনা করায় আরব নকলটিকে জাজিরাতুল আরব বলে পরিচিত লাভ করেছে। 

জাজিরাতুল আরব অর্থ কী, জাজিরাতুল আরব কাকে বলে, আরব দেশকে জাজিরাতুল আরব বলার কারণ,

 আর পড়ুন: হারাম শব্দের অর্থ কি ও কাকে বলে 

Next Post Previous Post