নিঃসরণ কাকে বলে | নিঃসরণ বলতে কি বুঝায়
নিঃসরণ: বেলুনের ভিতরে বায়ুর উচ্চ ঘনত্বের স্থান থাকে যা ক্রমান্বয়ে নিম্ন ঘণত্বের দিকে বেরিয়ে পরিবেশের সাথে মিশে যায়।
নিঃসরণ কাকে বলে
সরু ছিদ্র পথে কোন গ্যাস উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থান এর দিকে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলা হয়। নিঃসরণ সাধারণত বেলুনের ক্ষেত্রে পরিলক্ষিত হয়।
একটি ফুলন্ত বেলুন কে কোন সুচ বা পিন দিয়ে ছিদ্র করলে,, ভিতর থেকে বায় পূর্ণ বাইরের দিকে সজোড়ে বেরিয়ে আসবে,, যা নিঃসরণের একটি দৃষ্টান্ত উদাহরণ।
বেলুনের ভিতরে বায়ুর উচ্চ ঘনত্বের স্থান থাকে যা ক্রমান্বয়ে নিম্ন ঘণত্বের দিকে বেরিয়ে পরিবেশের সাথে মিশে যায়।
নিঃসরণ কাকে বলে নিঃসরণ বলতে কি বুঝায়

নিঃসরণ বলতে কি বুঝায়
নিঃসরণ প্রক্রিয়াটির রাসায়নিক বিভিন্ন ক্ষেত্রে তেমন প্রয়োগ না হলেও,, বিভিন্ন মৌলের গ্যাস সমূহ নিঃসরণের প্রধান অংশ।
- হাইড্রোজেন,
- নাইট্রোজেন,
- অক্সিজেন,
- কার্বন-ডাই-অক্সাইড, ইত্যাদি গিয়াসমূহের ক্ষেত্রে নিঃসরণ ঘটে।
বায়ু পূর্ণ যে কোন ক্ষেত্রে নিঃসরণ পরিলক্ষিত হয়। এই নিঃসরণের ফলে ব্যাপন প্রক্রিয়া সম্পন্ন হয় তথা ব্যাপন প্রক্রিয়ায় নিঃসরণের ভূমিকা রয়েছে। নিঃসরন কে একটি ব্যাপন প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করা হয়।
কোন একটি বেলুনে বায়ু রাখার কোন একটি স্থানে যদি হাইড্রোজেন বা অক্সিজেন সমৃদ্ধ কোন গ্যাসকে রাখা হয়,,
তাহলে সেটিকে যদি ঝড়ো একই ছিদ্রপথ তৈরি করা হয়,, হলে বায় পূর্ণ সে ঘনত্বের স্থান থেকে সহ জুড়ে বেরিয়ে আসবে গ্যাসটি।
গ্যাসটির এই সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াটি নিঃসরণ।
সমন্বয় ও নিঃসরণ কাকে বলে
সমন্বয়ে হলে সুষ্ঠুভাবে বন্টন করা বিস্তারিত করা অথবা সমানভাবে ছড়িয়ে দেওয়া।
একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র সহযোগিতার মাধ্যমে কাজ সম্পাদন করা তথা কাজের সুষ্ঠু বন্টন নিশ্চিত করা কে সমন্বয় বলা হয়।
বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে সকলে মিলে তথা সমানভাবে বন্টন করে সহযোগিতা ও দৃষ্টান্তমূলক পরিকল্পনা করে নির্দিষ্ট লক্ষ্য করুনের উদ্দেশ্যে সম্পাদিজ।
- এ কাজে কোন হেও প্রতিবর্তন্ন থাকবে না। ত কা
- অন্যদিকে নিঃসরণ এর সাথে সম্পর্কিত নয়।
- নিঃসরণ যামৌলের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে পরিলক্ষিত হয়,,
- নিঃসরণের ক্ষেত্রে সমন্বয়ের সংযোগ রয়েছে।
অন্যদিকে সমন্বয় ও নিঃসরণ একটি মানুষের ক্ষেত্রে অর্থাৎ জীবদেহের বন্টন গত দিকের অন্তর্ভুক্ত।
সমন্বয় ও নিঃসরণ জীববিজ্ঞানের একটি শিক্ষামূলক অধ্যায়।
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এ অধ্যায়ে মানবদেহের বন্টনীয় বা বর্জনীয় বৃক্ক সম্পর্কে আলোচনীয়।