কুরআনুল কারীমে মাক্কী ও মাদানী সূরা কয়টি

কুরআনুল কারীমে মাক্কী ও মাদানী সূরা কয়টি: পবিত্র আল কুরআনের মোট ১১৪ টি সূরা রয়েছে। 

মাক্কী ও মাদানী সূরা কাকে বলে

  • এর মধ্যে কিছু সূরা রয়েছে যাদেরকে মক্কী সূরা বলা হয় আবার এমন কিছু সূরা রয়েছে যেগুলোকে মাদানী সূরা বলে আখ্যায়িত করা হয়। 
  • যে সূরা গুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের পূর্বে নাযিল করা হয়েছে সেগুলোকে মক্কী সূরা বলা হয়। 
  • আবার যে সুরা গুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের পড়ে নাজিল করা হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলা হয়। 

আরো পড়ুন: ব্যাপন কাকে বলে

কুরআনুল কারীমে মাক্কী ও মাদানী সূরা কয়টি

মাক্কী ও মাদানী সূরার সংজ্ঞা 

হযরত মুহাম্মদ সাঃ যখন মক্কায় ছিলেন তখন যে সূরা গুলো নাযিল করা হয়েছে তাদেরকে মুক্কী সূরা বলা হয়ে থাকে। 

এই সূরা গুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম মদিনায় যাওয়ার পূর্ব পর্যন্ত নাযিল হয়েছে। 

আবার যে সূরাগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর নাযিল হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম যখন মদিনায় ছিলেন তখন নাযিল করা হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলা হয়। 

 মক্কী ও মাদানী সূরার নাজিলের সময়কাল হলো,, হিজরতের আগে নাযিলকৃত সূরা সমূহ এবং হিজরতের পরে নাজিল কৃত সূরা সমূহ। 

মাক্কী ও মাদানী সূরার বৈশিষ্ট্য

পবিত্র কুরআনে 114 টি সূরার মধ্যে মক্কী সূরা হল ৮৬ টি এবং মাদানী সূরা হলো ২৬ টি। 

অর্থাৎ কোরআনে বর্ণিত সূরা সমূহের মধ্যে মুকিছুরার সংখ্যা বেশি রয়েছে। 

মাক্কী সূরা সমূহের বৈশিষ্ট্য :

১. মক্কী সূরার মাধ্যমে মানুষকে তাওহীদ ও রিসালাতের প্রতি আহবান করা হয়েছে।

২. মানুষের মৃত্যুর পরবর্তী জীবন, কিয়ামত, আখিরাত রিসালাত ইত্যাদি সম্পর্কে  মক্কী সূরা সমূহে বর্ণনা করা হয়েছে। 

৩. এ সূরা সমূহে কাফের ও মুনাফিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়েছে। 

৪. কন্যা সন্তানদের জীবন্ত  কবর দেয়া,, মশরিক এবং কাফেরদের ভয়াবহ হত্যাকাণ্ড, এতিমদের সম্পদ হনন করা, ইত্যাদি বিভিন্ন ধরনের কুপ্রতা ও কু আচরণগুলো সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে,, মক্কী সূরা সমূহে। 

৫. এ সূরা সমূহে উত্তম চরিত্র সম্পর্কে বর্ণনা করা হয়েছে। 

৬. মক্কী সূরা গুলো ছোট এবং এর আয়াতগুলোও ছোট। 

৭. শরীয়তের প্রতিটি নীতিমালা এ সূরা সমূহে উল্লেখ করা হয়েছে। 

৮. ইসলামের সমস্ত প্রসিদ্ধ বিষয়গুলো আলোচনা করা হয়েছে,,, 

৯. পূর্ববর্তী সকল নবী রাসূলগণের ইসলামের প্রতি ভালোবাসা সফলতা ও অধ্যবসায় গুলো সুস্পষ্ট। 

মাদানী সূরা সমূহের বৈশিষ্ট্য সমূহ : 

পবিত্র কোরআনে ১১৪ টি সূরার মধ্যে মাদানী সূরা সংখ্যা হলো  ২৬ টি। 

১. নিফাকের পরিচয় ও মুনাফিকদের কথা এই সূরা সমূহে উল্লেখ করা রয়েছে। 

২. বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন পারিবাড়িক লেনদেন,, হিসাব নিকাশ,, ব্যবসা-বাণিজ্যের লেনদেন ইত্যাদি সম্পর্কে এ সূরা সমূহের অবগত করা হয়েছে। 

৩. শরীয়তের  বিধি নিষেধ, হালাল-হারাম, সৎ- অসৎ,,,ভালো-মন্দ, জান্নাত জাহান্নাম ইত্যাদি সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে।

৪. আহ্ লে কিতাবের বিকৃত এবং পথভ্রষ্টতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 

৫. মাদানীর সূরা সমূহের আয়াত গুলো তুলনামূলকভাবে মক্কী সূরা থেকে দীর্ঘ। 

৬. ইবাদতের বিভিন্ন ক্ষেএ  সমূহ অর্থাৎ,, নামাজ, যাকাত, হজ, সাওম তাদের সম্পর্কে সমস্ত রীতিনীতি আলোচনা করা হয়েছে। 

৬. মাদানি সূরা সমূহের মাধ্যমে ইহুদি ও খ্রিস্টানদেরকেও ইসলামের প্রতি আহ্বান করে ডাকা হয়েছে। 

আরো পড়ুন: ফরজ অর্থ কি | ফরজ কাকে বলে 

Next Post Previous Post