পদ্মা সেতু কত কিলোমিটার? | পদ্মা সেতু বিশ্বের মধ্যে কততম দীর্ঘ সেতু?
পদ্মা সেতু কত কিলোমিটার
পদ্মা সেতুর দৈর্ঘ্য হলো ৬.১৫ কিলোমিটার। পদ্মা সেতুতে মোট অ্যাপ্রোজ সড়ক সড়ক রয়েছে ১২.১১৭ কিলোমিটার। পদ্মা সেতুটি এর ভায়াডাক্ট হলো ৩.১৪৮ কিলোমিটার সড়কপথে।
কি ছিলো মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব
- পদ্মা সেতুটির ভায়াডেক্ট রেলপথে ৫৩২ মিটার।
- বাংলাদেশের অন্যতম সেতু পদ্মা সেতু প্রকল্পের জন্য মোট খরচের পরিমাণ হলো ত্রিশ হাজার ১৯৩ কোটি ৩৯ লক্ষ টাকা।
পদ্মা সেতুর জমির পরিমান
পদ্মা সেতু নির্মাণে অধিগ্রহণ কৃতজমির পরিমাণ ১হাজার ৪৭১ হেক্টর। এর পাশাপাশি মা ও প্রান্তের দিকে অধিকরণকৃত জমির পরিমাণ ১.৬ কিলোমিটার।
এছাড়াও জাজরা প্রান্তের দিক দিয়ে নদী শাসন করতে হয়েছে ১২ দশমিক ৪ কিলোমিটার জমি।
পদ্মা সেতুটির মাওয়া প্রান্তে দৈর্ঘ্য হলো ১.৬১৭ কিলোমিটার। পদ্মা সেতুতে ডুয়েল ক্যারেজওয়ে রয়েছে চার লেন বিশিষ্ট। এবং সেখানে মোট রাস্তা রয়েছে ২৭.৬ মিটার।
পদ্মা সেতুটির জাজিরা প্রান্তের দিকের পরিমাণ হলো ১০.৫০ কিলোমিটার।
পদ্মা সেতুর ডুয়েল ক্যারেজওয়ে প্রান্তে সার্ভিস রোড রয়েছে,, পাশাপাশি স্থানীয় সড়ক রয়েছে ৬৮২ কিলোমিটার।
এখানে রয়েছে তিনটি স্থানীয় সড়ক, তাছারাও রয়েছে ইমারজেন্সি রেসপন্স এরিয়া, টোল প্লাজা, পুলিশ স্টেশন, সার্ভিস এরিয়া -৩,ওয়ে স্টেশন ইত্যাদি।
কে ছিলেন মুক্তিযুদ্ধের প্রথম শহীদ

পদ্মা সেতু বিশ্বের কততম সেতু?
বিশ্বের দীর্ঘতম অনেকগুলো সেতুর মধ্যে বাংলাদেশের পদ্মা সেতুর অবস্থান 112 তম।
দীর্ঘতম বাংলাদেশের এই অন্যতম সেতুটি উদ্বোধন করা হয় ২০২২ সালের জুন মাসের ২৫ তারিখে।
একটি সেতুই পারে একটি নদীর দুই প্রান্তকে এক করতে,, বিশ্বের প্রায় বিভিন্ন স্থানে ছোট বড় অনেক নদীকে এক করেছে বিভিন্ন সেত দ্বারা।
সাধারণ জ্ঞান মাদারীপুর জেলা সম্পর্কে
বাংলাদেশেও তেমনি পদ্মা সেতুর মাধ্যমে,, এ সেতুর দুই প্রান্তকে এক করা হয়েছে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন সব জেলাগুলোতে ঢাকা জেলায় যাতায়াতের সুযোগ-সুবিধা বৃদ্ধি পেয়েছে।
জানা যায় পদ্মা সেতুটির ভূমিকম্প সহনশীল আয়ুষ্কাল প্রায় ১০০ বছর। দক্ষিণ এশিয়ার দিক দিয়ে পদ্মা সে দুটি একটি অন্যতম প্রথম স্থান অর্জনকারী একটি সেতু। এর প্রথম ও অন্যতম এ সেতুটি কংক্রিট ও স্টিল দ্বারা তৈরি।
পদ্মা সেতুর বিভিন্ন তথ্য মত
- তথ্য মতে জানা যায়, পৃথিবীর বৃহত্তম সেতু সমূহের মধ্যে পদ্মা সেতুটি ২৫ তম অবস্থানে অবস্থিত একটি সেতু।
- তবে সর্বদিক বিবেচনা ও যাচাইয়ের মাধ্যমে জানা যায় পদ্মা সেতুটি বিশ্বের ১১২ তম দীর্ঘ সেতু।
- ২০০৯ থেকে ২০১১ এই অর্থ বছরে পদ্মা সেতুটির নকশা প্রণয়ন করা হয়। জমি গ্রহণের পদক্ষেপ শুরু হয়, নিউজিল্যান্ড একই রকমের নকশা তৈরি করা হয়েছে।
- পদ্মা সেতু নির্মাণে অর্থ দেয়া হয়েছে বাংলাদেশ সরকার কর্তৃক এবং এডিবি কর্তৃক।
- পদ্মা সেতুটি নিজস্ব অর্থায়নের তৈরি করা হবে,,
- মোদের সরকার এ প্রকল্পটি স্থাপন করেছেন,, জুন মাসে ২০১২ সালের।
পদ্মা সেতু কত কিলোমিটার, পদ্মা সেতু বিশ্বের মধ্যে কততম দীর্ঘ সেতু