পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান (৫০টি গুরুত্বপূর্ণ কুইজ, বিতর্ক এবং প্রতিযোগিতা)
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ৫০টি গুরুত্বপূর্ণ কুইজ পদ্মা সেতুতে আনুষ্ঠানিকভাবে প্রথমবার কে টোল প্রদান করেন?
= মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
১. পদ্মা বহুমুখী সেতুটি কোন নদীর উপরে অবস্থিত?
= পদ্মা নদী।
২. পদ্মা সেতুটি কত সালের কত তারিখে উদ্বোধন করা হয়?
= ২০২২ সালের ২৫ জুন।
আরো জেনে নিন: সরকারি চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান
৩. পদ্মা সেতুতে আনুষ্ঠানিকভাবে প্রথমবার কে টোল প্রদান করেন?
= মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪. পদ্মা সেতুতে বহনকারী বাহন সমূহ কি কি?
= ট্রেন, সকল প্রকার যানবাহন।
৫. পদ্মা সেতুটির নকশা?
= ওইসিওএম।
৬. পদ্মা বহুমুখী সেতুটির প্রস্ত কত??
= ১৮.১৮ মিটার।
৭. পদ্মা সেতুতে ব্যবহৃত উপাদান সমূহ কি কি?
= স্টিল, কংক্রিট।
৮. পদ্মা সেতুটিরে নির্মাণকারী ইঞ্জিনিয়ার কে?
= ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন লিমিটেড ( চায়না মেজর ব্রিজ)
৯. কত সালের কত তারিখ থেকে পদ্মা সেতুটি নির্মাণ কাজ শুরু হয়?
= ২০১৪ সালের ২৬শে নভেম্বর।
১০. পদ্মা সেতু নির্মাণে ব্যবহৃত অর্থের পরিমাণ কত?
= ৩০,১৯৩ কোটি ৩৯ লক্ষ টাকা।
আরো জেনে নিন: পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান সরকারি চাকরির

পদ্মা সেতুর গুরুত্বপূর্ণ কুইজ সমূহ সম্পর্কে সাধারণ জ্ঞান
১. পদ্মা সেতুর নির্মাণ কাজ কবে শেষ হয়?
= ২০২২ সালের ২৩ শে জুন।
২. পদ্মা সেতুটি রক্ষণাবেক্ষণ করেন কে?
= বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
৩.পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ফুট?
= ২০,১৮০ ফুট।
৪. পদ্মা সেতুর দ্বারা যোগাযোগ ব্যবস্থায় আগামী কত বছরের আয়ের কথা উল্লেখ আছে?
= ৩১ বছরের।
৫.আগামী ৩১ বছরে যোগাযোগ ব্যবস্থায় পদ্মা সেতু কর্তৃক আয় এর পরিমাণ কত?
= ১৮.৫ বিলিয়ন।
৬. পদ্মা সেতুতে ফিরে চলাচল বন্ধের সাশ্রয়ের পরিমাণ কত হবে?
= ৩৬০০ কোটি।
৭. বাংলাদেশের কত শতাংশ অঞ্চল উপকৃত হবে?
= ২৯ শতাংশ।
৮. পদ্মা সেতু নির্মাণে উপকৃত জনগণের সংখ্যা?
= তিন কোটির অধিক।
পদ্মা নদীতে ব্যবহৃত উপকরণগুলো নিয়ে সাধারণ জ্ঞান
১. পদ্মা সেতুর মূল কাঠামো কি?
= স্টিল।
২. পদ্মা সেতুর কাঠামো কোথা থেকে আনা হয়েছে?
= চীন থেকে।
৩. পদ্মা সেতু তৈরিতেএর চেয়ে বেশি ব্যবহৃত উপকরণ?
= বাংলাদেশের।
৪. বাংলাদেশের ব্যবহৃত উপকরণসমূহ?
= জিও ব্যাগ, রট, সিমেন্ট ইত্যাদি।
৫. পদ্মা সেতু নির্মাণে ব্যবহৃত মোট উপকরণ সংখ্যা কতটি?
= ৩০ টি।
৬. পদ্মা সেতু নির্মাণে বি এস আর এম কোম্পানির থেকে ব্যবহৃত রডের পরিমাণ কত শতাংশ?
= ৮৫ %
৭. পদ্মা সেতুতে সবচেয়ে বেশি ভালো আনা হয়েছে কোথা থেকে?
= মৌলভীবাজার থেকে।
৮. মৌলভীবাজার থেকে কত ফুট বালু আনা হয়েছে?
= ৫০০ কোটি ফুট বালু।
আরো জেনে নিন: প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা